✒️রেহানা বেগম হেনা
চলো দুজনে হাতে হাত রেখে
হেঁটে যাই হাজার আলোকবর্ষ পথ
ভালোবেসে বেসে যাই আরও দূরে
কোনও এক অজানা জগৎ।
আপন খেয়ালে কূজনে দুজনে
চলো যাই মিলিয়ে ঐ অন্ধকার নির্জনে,
চলো যাই বিলীন হয়ে
দুজনে দুটি মনের মাঝে,
চিরদিন চিরকাল
সকাল বিকাল দুপুর সাঁঝে।
মনে করো,
তুমি ভোরের নরম আভায় দূর্বা কোমল
আমি তোমার চিকন ঠোঁটে
সিগ্ধ শিশিরের জল
নয়তো,
তুমি কোনো এক ভোরে ফোটা বেলিফুল
আমি তোমার সমস্তটা জুড়ে মিষ্টি সৌরভ,
কিংবা..
তুমি রাতের অন্ধকার এক আকাশ
আমি তোমার বুকে মিটিমিটি কোন একটি তারা!
অথবা..
তুমি যদি হও কোনো এক নদী
আমি তোমার বুকের উতলা ঢেউ
তুমি যদি চাঁদ হও পূর্ণিমার
আমি তোমার বুকে ঝরা জোছনা
তুমি যদি হও বিকেলের ক্লান্ত পাখি
আমি তোমার অপেক্ষায় থাকা
শান্তির নীড়।
এভাবেই হোক না জানা অজানার স্পর্শ,
চলো না, এভাবে হেঁটে হেঁটে যাই হাজার হাজার আলোকবর্ষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন