পুরনো মূর্তি

✒️রিপন সিংহ 

আমি আজ পুরোনো সেই মূর্তি,
পথের ধারে রেখে চলে গেলি।
ক্ষনিকের জন্য আমাকে সাজিয়েছো
অনেক কিছু মাঙ্গিয়েছো
তোদের চোখে কি এখন আমার প্রতি একটু খানি প্রেম নেই!
পথের ধারে রেখে গেলি যৌবনহীনা বলে
তবে রেখে একদিকে ভালোই হল
ক্ষনিকের প্রেমের সময় দেখেছি তোমাদের ভন্ডামি,
আজ পথের ধারে বসে চোখে পড়লো সমাজের রুপখানি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন