আগামীর ভাবনা

✒️গোপাল দে

চলো যাই,ঘুরে আসি কোনো এক অজানা বনপথে,
সকাল সন্ধ‍্যা যেখানে থাকবেনা কোনো পথশিশুর আর্তনাদ,
দিনের শুরুতে যেখানে থাকবেনা কোনো সন্তানহারা মায়ের কান্না,
শীতাতুর বৃদ্ধার গোঙানির শব্দে যেখানে হবে না কোনো রাত্রিযাপন।

কুয়াশার চাদরে ঢাকা এক নিশ্চুপ নির্জন সকাল উপহার দেব তোমায়,
শুধু পাখীর কলকাকলিতে যেখানে চাপা পড়বে তাজা গোলাবারুদের শব্দ।
দিনশেষে সবুজ অরণ‍্যে গা এলিয়ে,শত ব‍্যস্ততা পিছনে ফেলে
আগামীর হাতে তুলে দেবো এক চিলতে হাসি।

                                             

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন