✒️গৌরব নাথ
আর কত?
তবে একথা বলার জন্য পর্যাপ্ত অপেক্ষা ঠিকই কি করে নিয়েছি আমি
অবশ্য কমও করিনি,
ঠিক এভাবেই আমি
নিজেই নিজের কথার জন্য করোর
মগজে গেলে মনে যাই না
মনে গেলে মগজে যাই না।
প্রতিদিন কবিতানামের লেখা নষ্ট লিপিতে
নয়তো পকেটে ভেজা কাগজের মতো হয়ে যায়
ছিঁড়তে ছিঁড়তে টুকরো হয়- তারপর হারিয়ে যায়, ঝাঁটা খায়
ঠিক যেমনটা মায়ের হাতে বোনা কাথা ইঁদুর খেলে হয়।
0 মন্তব্যসমূহ