✒️ জনার্দন
তুমি কি একপ্রস্ত জোনাকীর আলোর মতো?
তাহলে রাতের অন্ধকারেই এসো;
অন্ধকারে তোমাকে দারুন দেখায়।
আমি হয়তো ততটা বুঝতে পারি নি;
কিন্তু লোকে বলে তুমি নাকি ভীষন সুন্দর,
আকাশের তারাগুলোও তোমাকে দেখতে চায়;
তোমার সৌন্দর্য্য ওরা উপভোগ করতে চায়।
যদি পারো একটু সময় দিও;
আর যদি না-ই পারো
তবে স্বপ্নে আসতে একটুও ভুলবে না।
আমি শিউলী বাগানটাকে ঘুচিয়ে রাখবো,
কাঁটায় ভরা গোলাপের বাগানে হয়তো না-ই গেলে;
শিউলীর আলতো ছোঁয়া,
তোমার কোনো বাধা হবে না।
বসন্তের আগুন অনেকটাই নিভে গেছে
এখন শ্রাবণী ধারার জন্যে অপেক্ষায় আছি
যখন বৃষ্টি নামবে,
তখন মধুস্নানে পরিশুদ্ধ হয়েই তোমার সাথেই চলে যাবো;
আসতে কিন্তু একটুও ভুলবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন