✒️সঙ্গীতা সেন
তাঁকে বিশ্বকবি বললে তিনি অনেক দূরে চলে যান, কিন্তু তিনি যে আমার খুব কাছের। ভালো লাগায়-মন্দ লাগায়, আঘাতে-ভালোবাসায়, মিলনে -বিরহে তিনি আমার প্রিয় বন্ধু হয়ে আছেন।
রবীন্দ্রনাথ মানে গান,কবিতা, গল্প আর উপন্যাস- না না, আমার কাছে সখা,পিতা,ঈশ্বর। ছোটবেলার শিশু রবি থেকে বুড়ো রবি - 'মাগো আমায় ছুটি দিতে বলো' থেকে শুরু করে 'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে'।
গানে গানে তাঁকে প্রণাম জানাই, অভিযোগ জানাই,প্রেম জানাই। আমি এপারে, তিনি ওপারে, আমার গানের সুর তাঁর চরণ ছুঁয়ে যায়। তাঁর আর আমার মাঝখানকার পথ সীমাহীন, এর শেষ কোথায় জানা নেই। কিন্তু এই সীমাহীন পথের শেষে রবি আছেন।
গভীর ব্যাথাভরা এই জীবনে
'আমার ব্যাথা যখন আনে আমায় তোমার দ্বারে'।
কবির দুঃখগুলো যেমন কবিকে ইশ্বরের নিকট নিয়ে গেছে। তেমনি আমার দুঃখগুলোও আমাকে রবির নিকট নিয়ে এসেছে। তাঁর গানের মধ্য দিয়েই আমি আমার দুঃখগুলোকে আরো গভীরভাবে চিনতে পারি। যে দুঃখ, ভালোবাসা, আনন্দ, অভিমান কথায় প্রকাশ করতে পারিনা, তা রবির সুরে প্রকাশ করি, তাঁর গানই আমার নিঃসঙ্গ দিনের সঙ্গী হয়ে ওঠে।
কখনো কখনো মনে হয়, আমার অন্তরের বাণীই তাঁর সুরে সারাবিশ্বে ছড়িয়ে আছে। তাই তো সে আমার বড্ড কাছের - 'আমার গানের রবি, প্রানের রবি... আমার রবি'।
"গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি,
তখন তারে চিনি আমি, তখন তারে জানি"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন