বলতে চাই



               
               ✍️বিপ্লব গোস্বামী

আজ তোমায় সেই কথাটি
বলে দিতে চাই,
যা চেয়েছি তাই তো পেয়েছি
আর কিছু নাই।

তুমি আমার অতি প্রিয়
হীরার চেয়েও দামী,
তোমায় কত বাসিভালো
তা জানে অন্তর্যামী।

তোমায় পেয়ে ধন‍্য জীবন
চাইনা কিছু আর,
প্রতি জন্মে চাই গো তোমায়
জন্মে বারংবার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ