উষ্ণ সংসার

   ✍️ শুক্লা চক্রবর্তী

গ্রীষ্ম তুমি থাকো সদা আমার হয়ে, 
ছেড়ে আমায় অন্য শহরে কভু যেওনা তুমি সখা। 
তোমার আগমনে চিনতে পেরেছি আমি সখা,
আমার প্রিয়জন সেজে থাকা প্রিয় পরিযায়ী পাখিদের! 
যারা কোনো এক হেমন্তের বিকেলে... 
এসে দাঁড়িয়েছিল আমার উঠোনে।
ভরা বসন্তে যে ছিল ওরা আমার ঘরে আমার প্রিয়জন হয়ে, 
তবে যে আজ ওরা সবে মাত্র গেলো, 
আমার ঘরটি ফাঁকা করে আমায় ছেড়ে! 
গ্রীষ্ম তোমায় উষ্ণ বলে বলে দিক না কেনো গালমন্দ, 
আমার যে তোমার উষ্ণতার-ই প্রয়োজন। 
হয়তো গ্রীষ্ম তোমার সনে আসবে... 
সেই বিধ্বংসী কালবৈশাখী ঝড়, 
ঝড়ে হয়ে যাবে আমার শহরের সমস্তকিছুই তছনছ, 
তবে আবার শহরটাকে নতুন করে সাজিয়ে নতুন করে বাঁচতে শিখবো আমি। 
গ্রীষ্ম তোমার নিকট রইলো আমার আবদার... 
তুমি কভু ছেড়ে যেওনা আর, 
চাইনা আর তোমায় ছাড়া আমি
আমার শহরে ওই হেমন্ত কিংবা বসন্তকে। 
কারণ গ্রীষ্ম আমি যে এখন শুধু-ই, 
তোমার সনে বাঁধতে চাই আমার উষ্ণ সংসার!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন