✒️রিপন সিংহ
বসন্তের শেষ লগ্নে আমি বসে রইলাম নদীর মোহনায়,
সারসের নরম নরম ডানায় সূর্যের আলো নিভে যায়।
আকাশে অমৃতাংশু তারার সাথে বসন্ত খেলা করে,
কি মনোরম দৃশ্য তোমার সেই ভাব সহসা মনে জাগে।
হঠাৎ দক্ষিণ প্রবাহ হয়ে নৌকা নিয়ে চলে আসলে,
চাঁদের আলোতে তোমার বদনখানি নয়নে নেশা লাগে।
প্রেমের প্রবাহ আমার কর্ণে এসে ছোঁয়া লাগে,
তোমার নেশায় আমি স্বগতে বিভোর হয়ে ওঠে।
নৌকা থেকে তোমার রাঙা হাত বাড়ালে আমার কাছে,
তোমার হাতে হাত রেখে নৌকায় উঠিলাম সনে।
চাঁদনী আঁধারে নৌকায় বসে থাকি তোমার সনে,
রাত জেগে ভেসেছি তোমার আমার প্রেমের স্বপ্নে।
পৃথিবী আজ থমকে গিয়েছে তোমার আমার অনুরাগে,
জোনাকির আলপনায় চারিদিক সেজে উঠে নতুনভাবে।
ক্ষণিকের মধ্যেই আমি তোমার কাছে বন্দী হয়ে গেছি,
প্রেমের স্বপ্ন দেখতে দেখতে দক্ষিণ প্রবাহে ভেসে গেছি।
আমি বারবার হারিয়ে যায় তোমার সেই ছলনা রূপে,
যদি ফিরে পাই তোমারে আবার সেই কূলে।
0 মন্তব্যসমূহ