হারিয়ে যাই

✒️পান্থ দাস

হারিয়ে যাই
একাকী রাতে,
মন আটকানো
বন্ধ আলোতে ।

হারিয়ে যাই
গোলাপের ঘ্রাণে,
ভ্রমরের পাখনায়
ছুটে চলি বনে।

হারিয়ে যাই
ধুলো মাখা স্মৃতিতে,
মেঘ জমে মনে
আর ভিজে চোখ বৃষ্টিতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ