শীতঘুম

 ✒️ শুভ্রা দেব

আধুনিকতার চাদর গায়ে 
শতাব্দীর হাত ধরে আজ বহুক্রোশ এগিয়ে,
মলিনতায় চেপে থাকা অস্তিত্বের
শেষ নিঃশ্বাস গুণছে অনির্বাণ। 

পৃথিবীর কানেমুখে শিস তুলে 
ক্ষুধাতুরের করুণ আত্মকাহিনী। 
  
গুটি কতক পায়ে শীতঘুম কাটিয়ে 
হাই তুলে একঝাঁক কোকিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ