"ডাস্টবিন"

✒️দীপক রঞ্জন কর

পথের মোড়ে দাঁড়িয়ে থাকা 
আমি এক ডাস্টবিন,
সৃষ্টি আমার স্বচ্ছতার কাজে 
ব্রতী থাকি রাত দিন।

আমার জনম সার্থক করো
করো যথা ব্যবহার,
পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত
করেই যাব উপকার।

বাগান,মন্দির, বাজার হাটে
সর্বত্রই আমায় পাবে,
পরিবেশ পরিচ্ছন্নতায় সবাই
 যত্নবান হতে হবে।

পরিবেশ সুন্দর নির্মল রেখো
 রেখো দূষণ মুক্ত 
 স্বচ্ছতার সেবায় ডাস্টবিন আমি
 সর্বদা আছি নিযুক্ত ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ