✒️চিন্ময় রায়
গোধূলি লগ্নে আকাশ পানে তাকিয়ে দেখি -
রক্তবর্ণ সূর্যাস্তের ছাপ।
ক্ষীণ হয়ে বেঁচে থাকা হয়তো,
মানবের মাঝে মস্ত বড় অভিশাপ।
সমাজ আজকে দাপিয়ে বেড়াচ্ছে প্রলয় কণ্ঠস্বরে,
মিথ্যের জয় হয় সর্বত্র আজ,
সত্য বহুদূরে!
কানে বাজে আছে প্রলয় হুংকার,
কন্ঠে অট্টহাসি।
শোনা যায় শুধু মহাকালের ডমরু,
শুনিনা শ্যামের বাঁশি।
নৃত্য তান্ডব চলছে অবিরাম,
গতানুগতিক ধারায়।
নিজের প্রিয় মানুষ রাখতে চাইলেও,
সেও আজকে হারায়।
প্রলয় হস্তে মহাকাল মোর সংহারকের ভূমিকায়,
মানবের মাঝে প্রশ্ন হাজার -
কে তারে গো খুঁজে পায়?
চলছে প্রলয় চলছে নাচন,
আপন মৃদঙ্গের তালে।
চিৎকার করি তখন মোরা-
আপন কেউ হারালে।
ললাট পানে তাকিয়ে দেখি,
আগুনের লেলিহান শিখা।
মুখচন্দ্রে চোখ পড়ে যখন,
পাইনা চন্দ্রের দেখা।
চন্দ্র আজকে হারিয়ে গেছে!
আগুন উষ্ণের ফলে।
চলছি আজও সাহস রেখে,
প্রভু তোমার বল এ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন