স্বাধীনতা


                 ✍️কাজি নিনারা বেগম

স্বাধীনতার  সাতাত্তের অমৃত মহোৎসবে
পশ্চিম আকাশে জ্বলে উঠলো  ধ্রুবতারা
তবু খই-এর মতো নগ্ন জিজ্ঞাসা।
স্বাধীনতা তুমি কি শুধুই রঙের  লহরী? 

হাজারো কবিতার স্তূপের গর্বে
দীর্ঘকালের চাপা পড়া কোনো জিবাষ্ম ! 

হতাশার এলোমেলো ছন্দে ছন্দে লেখি 
স্বাধীনতা তুমি অসংখ্য শহিদের মাথায় ঠেকানো বন্দুক-
শ্বাস- প্রশ্বাস। স্বদেশী অনুভূতি। 
শিরায় শিরায় প্রিয়তমার অস্ফুট কান্না।

স্বাধীনতা তুমি আমার হৃদয়ে জমাট বাঁধা...
রক্ত ক্ষরিত দুর্লভ স্যাম্প-
সাটা নতুন কোন আয়োজনের আলোড়ন।

তুমি এলেই শব্দরা কানে বাজে অহরহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ