✍️ মৌমিতা দাস
ময়না পাখি ডেকে বলে চড়াই,
থাকো তুমি গাছের ডালে আবার কর বড়াই ।
আমি বেশ সুখেই থাকি অট্টালিকার ঘরে ,
কতোই না কষ্ট পাও গো তুমি রোদ-বৃষ্টি-ঝড়ে ।
চড়াই পাখি হেসে বলে- শুনো ভাই ,
তোমার তো নিজের বাসা নাই ।
আমার আবার কষ্ট কিসের ?
আছে আমার বাসা ।
নিজ হাতে তৈরি করা,
লতা - পাতায় ঠাসা ।
0 মন্তব্যসমূহ