বাড়িটা কাঁদছে


              ✍️নিধির রায়

বাড়িটা কাঁদছে
ছাদ থেকে গড়িয়ে পড়েছে অশ্রুজল,
আমার কানের কাছে সেই জল পড়ার শব্দ 
অবিরত বেজে চলেছে,
আজ বাড়িটির মালিক চলে যাচ্ছে,
অন‍্যত্র বাসা হয়েছে তার।
এতবছর ধরে আমার কানের কাছে 
আমার ঠিক শিয়রের কাছে 
ঝরেছে ছাদের জল,বৃষ্টির জল
একদিনও মনে হয়নি বাড়িটা কাঁদছে,
মনে হতো বিরক্তিকর ঝর্ণাধ্বনি,ভেবেছি
একদিন বলবো,বন্ধ করো ঐ ঝর্ণা 
ঘুম হয়না, জানো না।
বলার আগেই চলে গেছে ওরা 
অন‍্যত্র হয়েছে বাস,
বাড়িটা একা পড়ে আছে,
একা আছে বলেই ওর কান্না
দীর্ঘতর বড়াখেয়ালের মতো
স্থায়ী থেকে অন্তরায় ধীরতম ধীর লয়ে 
ছড়িয়ে পড়েছে সমস্ত পাড়ায়।
বাড়িটিও কাঁদে মালিক এর জন্য 
মালিকটি যেমন কেঁদেছিল বিদায়ের বেলা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ