শেয়াল সমাচার


           ✍️রেজাউদ্দিন স্টালিন 

গভীর রাত্রি শেয়ালের আনাগোনা
মোরগ বাঁচাও -কবিতার প্রার্থনা

যারা চোর তারা ঠিক চুরি করবেই
প্রকৃত কবিরা তাদেরকে ধরবেই

ময়ূরের বেশে দুএকটা দাঁড়কাক 
পরিচয় মেলে কা কা  কণ্ঠের ডাক

তষ্কর যারা অঙ্ক শায়িনী আর
লোভী মূষিকেরা ধরা পড়ে বারবার

কেনো যে ওদের চুরি করতেই হবে
নকলবাজেরা বাদশা হয়েছে কবে

কোনো বোধ নেই যতসব পরগাছা
অন্যের কাঁধে পা দোলাও কেনো বাছা

চোরদের থাকে বেশকিছু অনুগামী
ওস্তাদ থাকে দুএকটা নামীদামি 

অন্যের যত রক্তার্জিত ধ্বনি
অক্ষর আর শব্দের রণরণী

চুরি করে তারা  নিয়ে যায় বীণাপানি 
বোঝে না কিছুই সারেগামা-মাপাধানি

মোরগেরঝুটি খোয়া গেলে কেউকাঁদে
বোধ চুরি করে কেউ মরে আহ্লাদে

বুকের রক্তে যারা লেখে সন্দেশ
তাদের জন্য খোলা সব মহাদেশ

আর তস্কর ছিঁচকে চোরের দল
মাঝনদীতেই ডুবে যায় সম্বল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন