প্রেম তো জীবন


              ✍️কৃষ্ণকুসুম পাল।

প্রেম বিনিময় প্রথা নয়,
প্রেমে নেই জয়,পরাজয়,
তুমি ভালোবাসো বা না বাসো
আমার জন্য কাঁদো বা হাসো
প্রেম সৌররশ্মি অযাচিত দান
কোষে কোষে জাগে বিদ্যুৎ প্রাণ
                 #
কতোজনে প্রেম করি জানে না প্রেমিকা,
ভালোবাসি ঢং, রূপ রং, হাতের শাঁখা,
জানলে,প্রেমিক করে দেবে খুন
ভুলবোনা মশলারাণী পেঁয়াজ রশুন
প্রেম তো জীবন,জীবনই প্রেম-বিশ্ব চরাচর,
প্রেমের স্বপ্নে ঘুমাও চিতায় -অনন্ত অবসর।কৃকুপা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন