সামান্য সড়ক


              ✍️চৈতন্য ফকির 

সামান্য সড়ক সে
পথে পথে চলতে চলতে পথ খুঁজে। 
পথ কি আর পথিকের হয়?

একটু নির্ভরতা কোথাও চাইলে 
সে পথ বেঁকে মিশে যায় 
আরেক রাজপথে। 

পথের কোন শেষ নেই
পথ আঁকাবাঁকা 
সে কেবল পথই আঁকে

যাইতে যাইতে শেষ নেই পরিক্রমা। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন