✍️ শাশ্বতী দাস
চিলে কোঠায় রোদ ভিড় করেছে
ফেলে আসা শৈশবের স্মৃতি নিয়ে,
খেজুরের লালি আর বিন্নী চালের ভাত
কলাপাতায় মোড়া সর্ষে ইলিশের ভাপ
কত আহ্লাদ,কত আড়ম্বরের ধুম।
কালের ভীড়ে হারিয়ে ফতুর,
আহ্লাদের পায়ে শিকল।
হিঁচড়ে টেনে কঠিন গন্ডিতে বাঁধা
ছায়াহীন ব্যস্ততার মাদল।
বেঁচে আছে শ্বাস-প্রশ্বাস
নির্জ্ঞান পরম স্বল্পায়ুতে।
শব্দ ভাঙে কথার ঢেউয়ে
অস্ফুট স্বরে ঋজু কণ্ঠনালী,
শিরায় উজানের টান,অথচ
হারায় জারী-সারী-ভাটিয়ালি।
ঘোরের মধ্যে হাতড়ে খুঁজি
মন ছুটে শৈশবের টানে
গুমরে আক্ষেপ -শৈশবে যাব
শিহরিত অনুভবে -নতজানু শৈশব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন