✍️ মাধুরী লোধ
প্রেমের জ্বালায় অঙ্গ জ্বলে অন্তর জ্বলে এমন আজব কথা কারে বলি সই
ব্যথা বোধ হয় না পুঁজ বের হয় না রক্ত ঝরে না ধিধি ধিধি পরান জ্বলে মলম পাবো কই ?
বারো মাসের ছয় ঋতু পরান কোকিল করে কুহু কুহু মনের ময়না পারে না কহিতে
মন ময়ুরী পেখম মেলে উড়ে বেড়ায় জলে স্থলে মাঝ আকাশে ঘুড়ি যেমন চায় আকাশ ধরিতে ।
ক্ষণিক হাসা ক্ষণিক কাঁদা অন্তর জুড়ে কৃষ্ণ রাধা শিরায় শিরায় প্রেমের আগুন চলে ধীরে লয়ে
মন গোপিনী ছুটছে তালে বন গোপীদের কোলাহলে যত ই ছুটি মনের জ্বালা পারি না নিভাতে
আমার রাই কিশোর আমার মনে ছুটে পরেমের বৃন্দাবনে জ্বলে পুড়ে দেহ মন হয় যে কালা
মন যমুনায় ডুব দিয়ে ঘাটে বসি বড়শি লয়ে আলিঙ্গনে ধরা দেয় না ব্্শীধারী কৃপা সিন্ধু চিকন কালা
ছুটি ছুটি আরো ছুটি প্রকৃতি পৌরষের ধূলো মাখি হরি লুটের বাতাসা খেয়ে ও মেটে না মনের জ্বালা ।
আদর করি পাখ পাখালি গায়ে মাখি চরণ ধূলি ফুল ফলের মাঝে খুঁজি প্রেমের জ্বালার মলম
দেয় না ধরা প্রেম সোহাগী
বশ মানে না মিষ্টি হাসি তাইতো নানা প্রেমের গীত লিখতে বসি হাতে নিলাম কাগজ রঙ তুলি কলম ।