✍️ কৃষ্ণ দাস
কিসের ভয় , আর কিসের ভীতি,
যার জীবন আছে পরে অগোছালো শাড়ী।।
আলোকে জানান দিল আর আমাকে একটা চুমু খেয়ে বললো শোনাচ্ছি মামা এক অজানা অচেনা রাজ্যের গল্পঃ।
কে ভুলবে আর কাকেই বা ভুলবে , আমার কি কিছু ছিল এই অগোছালো পৃথিবীতে,
আর এ এই যে ভাই শুনছো
কি যেনো নাম তার সাগরিকা, হে হে ওটাই ছিল মনে হলো,
কি হবে ভেবে উকি দিয়া দেখে।
মাঝ নদীতে ডুব দিয়ে,
যদি মাঝি থেকে যায় নায়ে।
0 মন্তব্যসমূহ