ইচ্ছে


                 ✍️ সঙ্গীতা গুপ্ত

নিয়মের বেড়াজালে ই বড় হয়েছি,
মাঝে মাঝে ইচ্ছে হয় নিয়ম ভাঙি,
ভালো মন্দ কিছু একটা হবে জানি,
প্রতিদিন প্রতিক্ষণ কত ইচ্ছে ডানা মেলে উড়তে চায়,
ইচ্ছে গুলো কে আঁকড়ে ধরে থাকার ভয় ভাবায়।
মনের ক্যানভাসে জমা থাকে সব,
চোখের ভেতর অনিশ্চিত সব স্বপ্ন,
চোখের দৃষ্টি কমে আসছে কিন্তু,
মনের ক্যানভাসে কেবল ঝরে পড়া হলুদ পাতা।
নতুন নতুন ভাবনাকে নিয়ে মেতে ওঠা
এ জীবনে হবে কি স্বপ্নের সাকার
অবুঝ মন মানে না কোন বাধা
ইচ্ছে র ডানায় ভর করে ই মন  ভাবতে শেখায়।

             ‌             

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ