✍️ কৃষ্ণ ধন শীল
ইচ্ছে করে আদর করে
তোমায় কিছু বলি,
কোন শহরে কতো দূরে
সে তুমি মনচলি?
ভালোবাসা কতো আশা
জমিয়ে এ বুকে,
বলবো সেদিন পাবো যেদিন
আমি পরম সুখে।
স্বপ্ন বুনি দিন যে গুনি
আসবে কখন তুমি,
তোমায় পেলে মনের জেলে
করবো রানি আমি।
তোমার আশায় স্বপ্ন নেশায়
কতো ছন্দ বুনি,
কতো গানে রঙীন তানে
সুর ধরে যে আনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন