✍️অনুরাগ ভৌমিক
চেনা শব্দ অচেনা রঙে মুড়িয়ে দিই,
ভাঁজ করে রাখি শুভ অশুভের মাঝে।
ফাঁকে বিশ্রাম নিক ঘাসফড়িং,
পাশের লতায় ফুল ফুটুক সুন্দর গোলাপী ফুল।
আমার যাবতীয় দ্বিধা গলে পড়ুক নোংরা নালায়,
তারপর উড়ুক প্রেম;গুঞ্জরণে মুখরিত হোক সমস্ত হাওয়া।
ভালোবাসা এক মৌমাছির নাম,
সে শুধু উড়ে উড়ে মধু আহরণ করে...
0 মন্তব্যসমূহ