✍️ সম্পা কর্মকার
স্বপ্ন ছিলো ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এ পড়াশুনা করবো । স্বপ্নটা যে কবে বাস্তব হয়ে দুইটি বছর পেরিয়ে আজ আবার পুনরায় স্বপ্নের স্মৃতি হয়ে যায়...ঠিক বুঝে উঠতে পারিনি । যেদিন বিশ্ববিদ্যালয় এর মেরিট লিস্ট বেরোয়...আমি জানতামও না । হঠাৎ সন্ধ্যে বেলা এক বন্ধু ফোন করে বলে...সম্পা তুই ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এ চান্স পেয়েছিস । বিশ্বাসই করতে পারিনি । যখন নিজের চোখে দেখলাম নামটা তখন খুশিতে চোখের কোণায় জল এসে যায় । অনুভূতিটা বলে বোঝবার নয় । একদিকে খুশি আবার অন্য দিকে বাড়ি ছেড়ে আসার কষ্ট । প্রথম প্রথম অনেকটাই কষ্ট হয়েছিল । তারপর সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায় । সপ্তায় সপ্তায় পারি যেতাম । বাড়ি গেলে মনে হতো.. নাহ! আবার ফিরে যাই সেই ভালোবাসার জায়গায় । এতটাই আবেগ জড়িয়ে যায় । বিশ্ববিদ্যালয় এ এসে প্রথম কাউকেই চিনতাম না । পার্বত্য ত্রিপুরার নানান প্রান্তর থেকে সবাই একসাথে বিশ্ববিদ্যালয় এ মিলিত হই । তারপর আস্তে আস্তে সবার সাথে পরিচয় হয়...বন্ধুত্ব হয় । নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হতো । সেই সময় কতো মনোমালিন্য । কিছু কিছু বন্ধু এতোটাই কাছে এসে গেছি যে...প্রত্যেক দিন এক বেঞ্চ এ বসা...এক জন অন্য জনের অপেক্ষা করা...ফোন করা , কি রে আজ আসবি তো ? স্যার মেমদের শাসন, স্নেহ সব কিছু মিলিয়ে এক অন্য অনুভূতি । এই সব কিছুর মাঝে কবে যে দেখতে দেখতে দুইটি বছর পেরিয়ে যায় ঠিক মেনে নিতে পারছি না । সেই ক্লাস রুম, সেই বেঞ্চ, সেই সকল বন্ধু বান্ধব...যাদের কোনো এক সময় চিনতামই না...আজ তাদের জন্যই এতোটা কষ্ট হচ্ছে । চোখের কোণ বেয়ে জল ঝরছে । যখনই মনে হচ্ছে আর সেই ক্লাস রুম এ ক্লাস করবো না , সব বন্ধুরা মিলে আড্ডা দিতে পারবো না...হৃদয়ে এক অব্যক্ত বেদনা মাথাচারা দিয়ে উঠছে । সেই প্রাণ প্রিয় বাংলা বিভাগ যেনো হাতছানি দিয়ে ডাকছে আজ । ভীষন কষ্ট হচ্ছে এই ভেবে...আজ আর ইচ্ছে করলেও সেই ভালোবাসার ক্লাস রুম এ গিয়ে বসতে পারবো না আড্ডা দিতে পারবো না । এই জগতে সময় খুব বেশি শক্তিমান । কখন যে সময় ছুটে যায় বলা যায় না । আজ দেখতে দেখতে কতো বড়ো হয়ে গেলাম । বিশ্ববিদ্যালয় জীবনের সমাপ্তি হয়ে গেলো । ছোট বেলায় ভাবতাম...কবে বড়ো হবো । আর আজ এতোটাই বড়ো হয়ে গেলাম !!! ত্রিপুরা বিশ্ববিদ্যালয় হৃদয়ের এক অদৃশ্য আবেগ । যা কথায় ব্যাক্ত করা অসম্ভব । যা হৃদয়ের অনুভূতি দিয়ে অনুভব করা সম্ভব । ভালো থাকিস তোরা সবাই । সবাই নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত হয়ে কোনো এক অজ্ঞাত সময়ে ঠিক দেখা হবে আবার সবার । সব কিছু স্মৃতি হয়ে থেকে যাবে আজীবন । এই স্মৃতি ভুলার নয় । ফ্রেম বন্ধি হয়ে রয়ে যাবো সবাই একসাথে । কষ্ট হচ্ছে...তাও সব কিছুই মেনে নিতে হবে । সময়ের যে বড্ড তাড়া...এক পলকেই যেনো ছুটে চলছে । কোনো এক অবসর দিনে ফোনের গ্যালারিতে ছবিগুলি দেখে মনে পড়ে যাবে সেই ফেলে আসা দিন...চোখের কোণায় জমে যাবে জল । আবার ফেলে আসা মজার কোনো ঘটনা মনে হয়ে নিজের অজান্তেই ঠোঁটের কোণে ফুটবে হাসি । আবার এক দীর্ঘশ্বাস ছেড়ে চোখের কোণায় জমে থাকা জল মুছে... ব্যাস্ত হয়ে যেতে হবে নিজেদের প্রতিষ্ঠিত করতে আর প্রতিষ্ঠিত হয়ে নিজের জায়গা ধরে রাখতে । বড্ড মিস করবো । কিন্তু কিছু করারও তো নেই...সময়ের সাথে সব কিছুই আমাদের মানিয়ে নিতে হয় নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও । মনের মণিকোঠায় থেকে যাবে প্রাণ প্রিয় বিভাগ...আমাদের "বাংলা বিভাগ", ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ।
0 মন্তব্যসমূহ