কী করবে

যুস্মিতা দাশগুপ্ত✒️

ওজন বুঝে তুমি চলবে,
স্মার্ট  শুধু তোমাকেই বলবে,
চশমা পরে কায়দা করবে,
হোঁচট খেয়ে মাটিতে পরবে।
যখনই তুমি জিন্স লাগাবে,
দেখতে তোমাকে ভালোই মানাবে,
টুপি পরে কায়দা দেখাবে,
লোকে দেখলে মুখ বেকাবে।
সম্মান দিলে সম্মান পাবে,
গরিবকেও আপন ভাববে,
ছোট বড়ো সবাই কে মানুষ বুঝো,
মানুষের মধ্যেই ভগবান খুঁজো। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ