✍️ শিউলি দাস
যদি গল্পের শুরুটা লেখা ছিলো অন্য কোথাও
শেষ টা হোক তোমার নামে ।
তবে বেনামি চিঠি টা আজও লুকোনো আছে শূন্য খামে।
অজস্র ঝরা বসন্ত আর না দেখা শরৎ আছে তাতে ,
টেবিলের এক পাশে পরে আছে ।
দিনের শেষে এক বার ছুঁয়ে দেখি,
আজও চিঠিটা সতেজ কিনা ,
নাকি পড়ে থেকে ফেকাসে হয়ে গেছে ।
নাঃ শেষ এখনও হয়ে যায়নি
তবে আগের মত জীবন্ত ও রয়ে যয়নি
বেঁচে আছে শেষ নিঃশ্বাস নিয়ে
ছোট্ট একটা খামের দেয়ালে
বন্দি জীবন নিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন