আমি শূন্যতা ঢাকি

   ✍️ চিন্ময় রায়
  
       শূন্য দিয়েই বিচরণ মোর,
 শূন্যতেই শেষ-
 হেসেখেলে দিন গুলো মোর,
 কাটছে মজায় বেশ।
 কেউ কখনো পূর্ণ হয়না,
 শূন্যেই রয়ে যায়।
 আবার কেউ কখনো হাসি আনন্দে,
 শূন্যতা ঢাকতে চায়।
 সকল মানুষ জর্জরিত,
 পরিস্থিতির কারণে।
 শূন্যতেই বিচরন করি,
 সুখ নেই তাই জীবনে।
 সন্ধান নেই কাজের আজও,
 শূন্য হয়েই রই।
এখন মোর সম্বল শুধু,
কাব‍্য লিখন আর বই।
 লিখতে আমি ভালোবাসি,
তাই লিখি মনের সুখে।
কষ্টগুলো চেপে মনে,
থাকি হাসিমুখে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন