জানি আমি ফিরে আসার পরে তোমার বাঁধন খুলে যাবে
তুমি পাহাড় হয়ে আবির রাঙানো আকাশ ছোঁবে
যদি আমার স্থবিরতা তোমায় নাড়া দেয়
তোমার উঠোন খুলে পড়ে নিও প্রতিটি মধুময় ক্ষণ
আর যদি হঠাৎ মেঘের দিকে তাকাও তার ভাজে পেয়ে যাবে খারাপি মনের লাশ।
অবনমিত কুয়াশাদের খুলে দেখে নিও যুগল অট্টহাসি,
আমার ছায়ারা এখন নিয়ন্ত্রিত
হঠাৎ কান্না পেলে মুহূর্তদের কবর দিও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন