নারী নির্যাতন

    ✍️ সৌরভ দেবনাথ

পএিকার পাতা গুলো উলটুলেই নজরে আসে কিছু পুরুষ জাতির বীরত্বের কাহীনি,
ওরা যে কত বীর তা প্রমান করে একজন নিরীহ নাবালিকা কে অপমান করে,ধষণ করে।

হে নারী তুমি কি ভুলে গেছ? 
আজ যে দেশে তুমার সাথে অন্যায় হচ্ছে,
সেই দেশের মাটিতেই জন্ম নিয়েছিলেন রানী লখি বাই এর মতো নারী যুদ্ধারা,

হে নারী আজ অসহায় হয়ে পড়ছে তুমার স্বাধীনতা,

তবে কি আর আসবে না আমার স্বাধীনতা?
আসবে অবশ্যই আসবে,
তোমাকেও ঝাসি রানী,লখি বাই এর মতো যুদ্ধা হতে হবে।

হে নারী আজ তোমরাও দাঁড়িয়ে আছ মৃতু এবং জীবন যুদ্ধের মাঝে,
আজ তোমাকেও যুদ্ধা হতে হবে এই নষ্ট সমাজে নগ্ন চরিত্রের বিরুদ্ধে।

কতই না আশা ছিল আমার এই কোমল শিশু মনে,
পুরো স্বপ্ন আশাটাই নষ্ট করে দিল নষ্ট সমাজের কোনে নিয়ে।

যৌবনের বসে কুলাঙ্গাররা চোখ রাখে শিশুদের মাঝে,
দেহ তৃপ্তি হয়ে গেলে কন্যা পরে থাকে রক্তাত্ব অবস্থায় রাস্তার মোড়ে। 

কেউ বলে এ নারী নারী নয় এতো অহারে,
                      আবার 
কেউ বলে মেয়ে তো চরিএহীনা, না জানি কোথায় কোথায় চলে তার লেনাদেনা।

তবু আমি থেমে যায়নি,
ছুটে যায় পুলিশ বাবুর কাছে, তারাও করল কত রঙ্গরসা,
তবু আমি রাখি ভরসা।

তারপর আবার চলে যায় চিকিতসালয়ে,তারাও করে কত রঙ্গনীলা।
আমি আবারও আহারে,আমি আবারও চরিএহীনা।

এরপর কিছু মিডয়া এসে জানতে চায় নষ্ট সমাজের নষ্ট লোকটি কিভাবে তার লালসা,যৌবন তৃপ্তির অবসাদ ঘটাল?

পরে খবরটি  Facebook-এ দেওয়ার পর সমাজবাসীরা Like ও Comment করে দোষীর ফাসি চায় বলে নিজ গৃহে আবদ্ধ হয়ে পড়ে।

নারীরা আজ বাঁচতে চায়,দেওন ওদের একটু ঠাই।

লড়াই করে ছিল আদালতের দরবারে,
সেখানেও নারী তুমি অস্মান হও নষ্ট সমাজের মাঝে। 

অবশেষে তুমি বিজয়ী হলে কাগজ আর কলমে,                 
                              কিন্তু 
আজ-অ আমি কলঙ্কিত হয়ে রয়েছি এই নষ্ট সমাজের দাঁড়ে।

আগে কত স্ব-জনের চলিত আসাযাওয়া আমার বাড়িতে,
আজ কেউ আসে না আমাকে খুজিতে।।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন