মনে রাখা সেই দিন

   ✍️ রঞ্জিত চক্রবর্তী

সৃষ্টির সময় থেকে 
রাত-দিন ফুরিয়ে কাল যখন পূর্ণ হয়
তখন ফিরে আসে
এই এমন একটি দিন।
আমি বা আমার মতো 
অনেকেই এসেছে বা আসবে 
মায়ের জঠর ছেঁড়া ব‍্যথার বিরতি দিয়ে 
বাবার উদ্বেগের পাহাড় পার হয়ে অন্ধকার থেকে আতুরঘরে আদরে নাম রাখা হয়
ঘর ভরে উঠে আলোয় - আলোয় 
জিভ নাড়িয়ে স্বাগত জানাই 
দিকে দিকে ছড়ায় নতুনের বার্তা।
অতীত মনে রেখেই জীবনের শুরু 
পায়ে-পায়ে শিঁড়ি বেয়ে ওঠা 
হয়তো কেউ ভুলে যায় 
কেউ মনে রাখে
ঋণী-তো তাদের কাছেই স্নেহ গন্ধ যার শরীরে।
জীবন ফিরে আসে
জীবনের হাত ধরে
ধাপ শেষ হলেই থেমে যাবে রথ
জন্মদিন এ কথায় বলে
যেনো ভুলে না যায় সে মানুষ আর ঈশ্বরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন