বাংলা তুমি

    ✍️ সুজন দেবনাথ

বাংলা তুমি মায়ের আঁচল 
বোনের ভালোবাসা,
বাংলা তুমি কুড়েঘর জুড়ে 
ছোট্ট ছোট্ট আশা।

বাংলা তুমি বুক জুড়ানো 
পল্লী গানের সুর,
বাংলা তুমি রাখালী বাঁশী 
কত মিষ্টি সুমধুর।

বাংলা তুমি শীতের ভোরে 
পিঠে পুলির আশ,
বাংলা তুমি তেরো পার্বণে 
সজ্জিত বারো মাস।

বাংলা তুমি দুঃখীর কন্ঠে 
করুন আর্তনাদ,
বাংলা তুমি সব মানিয়ে 
একটু বাঁচার সাধ।

বাংলা তুমি এপার ওপার 
মৈত্রী বন্ধন সেতু,
বাংলা তুমি গলে পরা ওই 
মিলন মালার সূতো।

বাংলা তুমি মাঠ ভরা ধান 
কৃষকের মুখে হাসি,
শহীদ রক্তে রঞ্জিত বাংলা 
ভীষণ ভালোবাসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন