ডানপিঠে

    ✍️ রুপালী রায় 

তুমি আসবে বলে এই যে আমার  এত বিশাল আয়োজন 
সে সবটাই কি তবে ব্যর্থ হলো ।
না, না
এতটা স্বার্থপর তোমাকে তো আমি
চিনিনি ।
এই যে আমি, 
 নিজের হাতে তোমাকে 
আমার মতো করে গড়েছি 
একটু একটু করে,
তার সবটাই যদি মিথ্যে হয় 
তাহলে আর এত অজুহাত কিসের?
কিসের এত মান ভঞ্জনের পালা ?
আমাকে তুমি প্রেমিক করো নি ,
আমাকে তুমি প্রতিদ্বন্দ্বি করেছো ।
আমার চুপ থাকার রহস্যে 
আমি নিজেই ডুবে যাই ।
আমার নিঃপ্রাণ কর্ম আমাকে নিয়ে 
উপহাস করে ।
তবুও আমি কাউকে ডুবে যেতে দেইনি ।
আমাকে যারা নিঃস্ব করতে সদা প্রয়াসী ,
আমি তাদের বারবার সুযোগ করে দিয়েছি ।
কিন্তু এরা তার সঠিক ব্যবহার জানেনি ।
আমাকে যারা বন্ধু ভেবেছে 
আমি তাদের বন্ধুত্বের মর্যাদা দিয়েছি 
আমাকে যারা প্রতিপক্ষের আসনে বসিয়েছি 
তারা আমার চিরকালের শত্রু ।
আমি তাদের ভালোবাসি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন