ছেঁড়া কাঁথায় শুয়ে নেতা

   ✍️ কৃষ্ণকুসুম পাল

"ছেঁড়া কাঁথায় শুয়ে নেতা, বড় হলে ফেন ভাতে,
এখন বড় ভুঁড়ি,অনেক টাকা তোমার হাতে।
গাধা মার্কা ছিলে তুমি,
বারে বারে ফেল,
এখন গড় শিক্ষানীতি,
দেশ উচ্ছন্নে গেল।
ছিন্নমূল ছিলে তুমি,
কাঁপালে তিনকুল,
এখন দেশভক্ত ভ্রমর তুমি,
ভজ ভোটের ফুল।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন