ভাবনার দৌড়

   ✍️ পার্থজিৎ ভৌমিক

বোঝিনি মায়ের আদর,পাইনি বাবার ছোঁয়া 
সবার জীবনে আলো আমার কেন  ছায়া?
এবেলায় ঠ‍্যালা কাকুর জল-বতাসাই সই,
ওবেলায় হয়তো জুটবে মিষ্টি আর দই।
আমি ভাবছিলাম.....

সকালে কাধেঁ ব‍্যাগ নিয়ে ছুটে যায় যারা,
মনে হয় আমারই বয়সী ওরা।
এভাবে আমিও পড়বো, স্কুলে যাবো
মাঠে খেলা করবো,মধ‍্যাহ্নে পেটপুরে খাবো
আমি ভাবছিলাম...

পড়নে আছে ছেঁড়া কাপড় 
কেউ রাখে না মোদের খবর।
ইচ্ছে গুলি পেতো যদি ইচ্ছে ডানার খোঁজ 
দুবেলা দুমুঠো খেতে পেতাম রোজ।
আমি ভাবছিলাম...

ভাবনাটাকে করবো সিঁড়ি 
বাস্তবতায় রাখবো পা।
সুখ পাখিটা  খোঁজে পেলে 
দুঃখ মনে রাখবো না।
এটাও ভাবছিলাম...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন