সূর্বণ


            ✍️কাজী নিনারা বেগম

হে  মন্দাকিনী তোমার কৌশিকী ধারায় প্রবাহিত করে দাও গনতন্ত্রের ও চেতনা ও মানবতার মৌলিক "সা,রে ,,গা,,মা ,, পা" এর রিদমের সেই সুরের ছন্দ ও তালে। শির দাঁড়া সোজা রেখে উন্নত শিরে হাটো। তাকাও সেই রোদ্দুর দিনের ইতিহাস সাক্ষিদের অমর দেশপ্রেমিক ও বাপুজীর নিরলস প্রচেষ্টায় ভারত স্বাধীনতা ও নব জাগরণের দিনগুলো কি ভূলে গেছ! হে বীর প্রতীক মাতৃভূমির সন্তানেরা তোমাদের করি অভিবাদন। সম্পৃক্ত হৃদয় স্পর্শ করে আছো আজও বিদ্যমান। সম্পৃতি মিছিলে  কাঁধে কাঁধ মিলিয়ে   চলো এলো  মেলো মেলোডি ভালবাসার মানবতার ও চেতনার সূরে। পুতে দাও মৃত্তিকার জঠরে সেই কলঙ্কিত বীজ। মূছে দাও সেই অফুরান কবিতার ছন্নছাড়া লাইন গুলো।বারান্দার রঙ চটা দেওয়ালের অমসৃণ পিঠে । বন্ধুর অবন্ধুর অলিতে গলিতে মেট্রো শহরের সোনালী  চৌরঙ্গী লেনের অবিভক্ত লাল নীল বাতির, ঝলসানো সিগন্যাল প্রসেসিং রেড সিগন্যালে। হাটুকনা নির্ভয়ে নির্ভ য়ায় হাটুকনা পারমিতা ও আইরিনরা। 
বড় মুড়া পাহাড়ের বেথালিঙ শিবের  চিরহরিৎ জঙ্গলে তারুণ্যের তরুরাজ্যের নব জাগরণের হৌক না 21জানুয়ারী পুন্য রাজ্যের সুবর্ণ জয়ন্তীর। বিশ্ব মৈত্রীর ত্রিবেনী সঙ্গমে। ফজরের আজানে খোদার দরবারে
ও মন্দিরের পুজারী কন্ঠে অনুসুয়া হৌক না ভ্রষ্টাচারের নীল বিষের ফনায়। আসুক না পরম ধর্মের সহিষ্ণুতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন