এসেছে ধরায় আমার বসন্ত


               ✍️শুক্লা চক্রবর্তী

এসেছে ধরায় আমার পাড়ায়, 
আমার সখা আমার প্রিয় বসন্ত। 
এসেছে ধরায় আমার বসন্ত সখা যে, 
তাইতো কৃষ্ণচূড়া সাজিয়েছে নবরূপে প্রকৃতিমারে। 
তাইতো উদাসি কোকিলের কুহুকুহু সুরে, 
হয় যে আমার মন ব্যাকুল। 
চারিদিকে বাজছে যেন সংগীতের কলতান, 
চলো তবে সবে মিলে করি গান। 
"শোনো গো দখিনো হাওয়া 
প্রেম করেছি আমি"
বউ কথা কউ পাখি যে ডাকে ডালে ডালে, 
এ শুনে যে আনন্দে মাতে ছেলে থেকে বুড়ে। 
পলাশ শিমুল কুরচি কুসুম ফুটছে বনে বনে, 
ভ্রমরেরা ছুটছে তাইতো দলে দলে। 
বৃক্ষে বৃক্ষে এলো নব পল্লব, 
  তাইতো বুঝেছি আমি... 
এসেছে ধরায় আমার পাড়ায়
আমার প্রিয় সখা আমার বসন্ত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন