✍️পান্থ দাস
গোধুলির ঠিক পূর্বের সময়টা ছিল ৷ যখন বেলাটা শেষের পথে, একদম সেই সময়টা ৷ ছেলেটা দাড়িয়েছিল গ্রামের বকুল গাছটার নিচে ৷ একটু একটু হালকা হাওয়াও বইছিল, হাতে ছিল একটি গোলাপ ৷ হয়তো কারোর নাম গাঁথা ছিল তাঁতে, কিন্তু সময়টা যে থামতে চাইছে না ৷ বকুলের ছায়াও যে এখন শেষের পথে, ক্লান্ত চোখ শুধু অপেক্ষায় ৷
গোপন মন আশার আলোটা যে ছাড়তে চাইছে না ৷ বকুলের শুভ্র ঘ্রাণের ছোয়া মনকে যেন আরো মাতিয়ে তোলে ৷ তবে গোলাপটা যে আর বেশী সময় হাসতে দিয়ে থাকতে পারছে না, সময়টা সত্যি কারোর জন্য থেমে থাকে না ৷ সময়ের ভিড়ে আজ হারিয়ে গেল আমার গোলাপটাও যে, শুধু কালের বিনিময়ে তাঁর শুকনো পাপড়িই হাতে রয়ে গেল যে ৷
0 মন্তব্যসমূহ