✍️প্রবীর পাঁন্ডে
জগতের কত রঙ, কত রূপরাশি,
কত শান্ত ছবি, কত মধুময় হাসি;
কত ফুলের আসব, কত তরুলতা,
শূন্য তপোবন মাঝে কত নীরবতা;
কত প্রভাতের আলো, কত অন্ধকার,
কত লুকোচুরি খেলা মেঘবালিকার।
নয়ন ভরে করেছি পান,তবু মিটেনি পিপাসা।
একি জীবন তৃষা!
জীবনের কত কথা, কত সুর গান
কত অনাবিল ছন্দে মধুময় তান;
হৃদয়ের মর্মবাণী, কত ভাব ভাষা,
আকুল প্রাণের কত মৌন ভালোবাসা;
চঞ্চল ঝরনার কল কল গীত,
প্রিয় মিলনের কত বাঁশরী সংগীত।
হৃদয় ভরে করেছি পান, তবু মিটেনি পিপাসা।
একি জীবন তৃষা!
উর্দ্ধে নীলিমা আকাশ, কত তারা শশী,
নিম্নে অসীম সাগর অতল জলরাশি;
কত বহবান নদী, কত নির্ঝরিনী,
কত গিরি-মরুভূমি, কত পুস্করিনী;
কত আনন্দ মধুর অধরের সূধা,
কত হাসি,কত অশ্রু, সৌন্দর্য বসুধা।
অঞ্জলি ভরে করেছি পান, তবু মিটেনি পিপাসা।
একি জীবন তৃষা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন