✍️প্রিয়াঙ্কা আদক মন্ডল
মৃত্যু বড়ই নির্মম, কঠোর, অবাঞ্ছনীয়
কোন অস্ত্রাঘাত ছাড়াই মৃত্যু অনিবার্য।
অদৃশ্য রোগে ভুগছি আমি,
ঘোর সংকটে কাটছে মোর অস্তিত্ব। জীবনে এসেছিল মোর মৃত্যু একবারও বলিনি কাউকে,
মৃত্যুকে ঠিক কতখানি পুষেছিনু মোর হৃদয়ে!
হ্যাঁ, নিজের অজান্তে নয়
মরণঝাঁপ দিয়েছিনু সমুদ্রস্রোতে
শুধুই অদৃশ্যের হাতছানি, না
অনন্ত মহাকালের স্বপ্নে বিভোর
কষ্ট আঁকড়ে ছিল মনের গভীরে
দেহ ক্ষত-বিক্ষত করেছিল আঁধারে।
ভেবেছিনু শব শেষ!
কিন্তু না, কিছুই হলো না
জীবনের ক্লান্তির মহাবিশ্রাম বটে
দীর্ঘ ঘুমের অবসান ঘটে।
মৃত্যুর অপেক্ষায় আমরা সবাই আছি একদিন মৃত্যুর জন্য আমরা সবাই প্রতিদিন বাঁচি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন