হঠাৎ যদি

          
         ✍️সুপর্ণা মজুমদার রায়

হঠাৎ যদি আকাশ কোনো ছলে?
নেমে আসে মাটির ধরা তলে!! 
চন্দ্র সূর্য গ্রহ তারা সাথী হবে সব,
ধরনী পরে শুরু এক মহামিলনোৎসব।
উজান পানে উড়িয়ে দিয়ে সপ্তরথী ঘোড়া, 
আকাশ মাটির মনটি হবে মুক্ত-বাঁধনছাড়া। 
হাত বাড়িয়ে আকাশ মাটি দুজনার জড়াজড়ি, 
বহু যুগের সপ্ন পূরণ দুজনায় ভাব করি। 
সুদূর হতে আকাশ মাটি তৃষিত নয়নে চেয়ে, 
একে অপরের ভাবটি জানায় নীরবতা জানিয়ে। 
নাম না জানা কোন সে বেদন ভালবাসার ছলে, 
দূর হতে তাই আকাশ মাটি মনের কথা বলে। 
এমনটি এক দিন আসুক আকাশ মাটির মাঝে, 
ভাঙবে আগল,মিলন হবে দুজন দুজনার কাছে। 
সিক্ত হবে দুটি হৃদয় ভালোবাসা মনে,
আলোক বার্তা ধ্বনিত হবে 
কোকিল গাইবে মধুর কুজনে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন