মাতৃভাষা কলমে


             ✍️ মনচলি চক্রবর্তী 

বাংলা মোদের মা 
বাংলা মোদের মাতৃভাষা 
বাংলা ভাষার মাঝে আছে প্রান 
এই ভাষায় জাগে  বুকে শিহরণ। 
কত দেশ কত যে ভাষা,
আমার হৃদয়ে লেখা থাকুক
 চিরকাল অমর হয়ে 
আমার  মাতৃভাষা বাংলা ভাষা। 
বাংলা ভাষায় বলবো কথা
বাংলা ভাষায় লিখবো গাথা।
বাংলা ভাষায় গাইব গান 
বাংলা মনে আনে ছন্দ তাল।
মায়ের ভাষার আছে সুখ 
মাতৃভাষায় জুড়ে যায় বুক।
বাংলা মায়ের মুখ দেখে
জীবন মন দেবো সঁপে।
রক্ত জড়ানো একুশে ফুটুক
শত শ্রদ্ধার  একরাশ গোলাপ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ