✍️পাপিয়া দাস
ছোটবেলা বেলা বেশ ভালই ছিল,
শুধু খেলার সাথে পরিচয়।
চাকরি বাকরির দরকার নেই,
শুধু বইয়ের সাথে পরিচয়।
খাবার মজুত আছে কিনা
দেখার দরকার ছিলো নাতো,
পেট ভরে খাবার পেলে
অন্যদের খাবারের চিন্তা ছিলো নাতো।
নিজের ঘুমে বিভূর তখন
অন্যের ঘুমের চিন্তা নেই
যখন তখন ঘুমিয়ে পড়া
চিন্তা করার মতো কোনো চিন্তা নেই।
যৌবনে পা রাখতেই মা বাবার
বার্ধ্যক্যের চিন্তা
আর কর্মজীবনের চিন্তা মাথায় এসে চেপে ধরে।
বিয়ের পরে স্বামী,স্ত্রী
সন্তানের ভরণপোষণের
দায়িত্ব পড়ল বুঝি ঘাড়ে।
কি কি কর্তব্য করতে হবে
কে কি দায়িত্ব নেবে
রাখে নাতো বাকি।
বৃদ্ধ বাবা মা, শ্বশুর শাশুড়ির
দেখাশুনার দায়িত্বে থাকবে
কাজে দিতে পারবে না ফাঁকি।
অফিস কাচারী ঘর সংসার
সামলাতে হবে তোমায়।
ছুটাছুটি করতে করতে পৌঁছে যাবে
যৌবনের শেষ কাটগড়ায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন