ফেসবুক ও বন্ধু


           ✍️প্রতীক হালদার 

ফেসবুক জুড়ে পরিচিত হই 
প্রতিনিয়ত-প্রতিক্ষনে,
কারোর কাছে ফ্যালনা আবার
কেউ দাম দেয় মনে-মনে।

খোঁজ খবরে হয় জানা-শোনা 
অচেনাও হয় চেনা,
ভালোবাসা বিনিময়ে হয় বন্ধুত্ব 
যায় না মানুষকে কেনা।

মনের খুশি ছড়িয়ে যখন 
ফেসবুকে রঙ লাগে,
ইচ্ছে গুলো ডানা ঝাপটায় 
খুশিতে হৃদয় জাগে।

ছড়িয়ে পড়ুক হাজার খুশি 
খুলুক নতুন দোর,
ফেসবুক যেন বন্ধু হয়ে 
দিক সদা মনে জোর।

এমনি করেই থাকুক বন্ধুত্ব 
বাঁচুক ফেসবুক জুড়ে,
জীবন পথে একা হলেও 
রইব সবার ভিড়ে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন