✍️ সুপর্ণা মজুমদার
নিশি অবসানে নূতনের বার্তায় ঐ বুঝি ভোর হয়!
নূতন সূর্যোদয়ের সাথে হোক
ফেলে আসা পুরাতনের ক্ষয়।
কত না বেদনা, হাসি -কান্না
ছিল পুরাতন ঘিরে,
নবাগতকে বরণ করা
নূতন আশা আর অঙ্গীকারে।
. কালের গতিতে চলে যায় দিন
.. শুধুই নিয়মের পালা,
আসা- যাওয়া তো বিধির বিধান
এক চির পুরাতন খেলা!
ভোরের পাখি গেয়ে গেল গান
নূতনের ভৈরব সুরে,
নবচেতনার বোধদয় হোক
এই বিভাবড়ির পূন্য ভোরে।
যা ছিল কলুষ,মুছে যাক আজ
পুরাতন বিদায়ের সাথে-------,
. নূতনের সুর বেজে উঠুক
নববর্ষের পূন্য প্রভাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন