✍️ সঙ্ঘমিত্রা নিয়োগী।
মনে পড়ে,দুজনে কাছাকাছি, স্পর্শ পেয়েছি,হাত ধরে হেঁটেছি,কিন্তু অদৃশ্য।দুজনে ভেবেছিলাম দূরে যাবো,
বুকখোলা মাঠ পেরিয়ে আমি ঘুমিয়ে পড়েছি,
জেগে ওঠেছি ভোরের ফুলের মতো ।
দেখেছি আকাশপ্রদীপ চোখে,
অমোঘ নির্বাসন!
আমরাই ছিলাম লোকমুখে নামতার মতো গঠিত চরিত্র।
দীন অন্ধকার!ভয় পেলাম,খুব ভয় পেলাম ;খানিকটা সময় কান পেতে শুনেছি তোমার কম্পিত গলার স্বর টিনের ওপর জল পড়ার মতো।
জলের ডালায় বসে উপভোগ করেছি স্বপ্নালু পরিবেশ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন