অনুভব

    ✍️ চন্দন পাল

স্নেহ গভীর মায়া গভীর       গভীর শ্রদ্ধা ভক্তি
তার চেয়ে গভীর বেশি ভালবাসার শক্তি।

স্বপ্ন গভীর স্মৃতি গভীর      গভীর বুকের নীল
তার চেয়ে গভীর বেশি তোমার চোখের ঝিল।।

নদী গভীর সাগর গভীর      গভীর সবুজ বন
তার চেয়ে গভীর বেশি সরল পিয়ার মন।

প্রেম গভীর বেদনা গভীর     গভীর প্রকৃতির দান
তার চেয়ে গভীর বেশি কবি কবিতার টান।। 

আশা গভীর ভাষা গভীর      গভীর শাস্ত্র জ্ঞান
তার চেয়ে গভীর বেশি মাতৃভাষার টান।

তপ গভীর ছলনা গভীর      গভীর দাবার চাল
তার চেয়ে গভীর বেশি কূটনীতির চাল।।

জন্ম গভীর মৃত্যু গভীর      গভীর জীবনের ছন্দ। 
তার চেয়ে গভীর বেশি শুদ্ধ গুরুর সান্নিধ্য। 

ধর্ম গভীর বর্ণ গভীর      গভীর জাতির টান 
তার চেয়ে গভীর বেশি জন্মভূমির টান।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন