✍️ শ্যাম মালাকার
আমি এক প্রেমহীন প্রেমিক ,
আজ তিন বছর পর -
না বলা কিছু কথা নিয়ে আমি আজ -
অমাবস্যার রাতে জেগে আছি ।
আর করছি শুধুই -
অপেক্ষা ।
আজ আমার গল্প শোনার কেউ নেই ।
তাই রাত জেগে করছি চাঁদের-
অপেক্ষা ।
ও চাঁদ আজ তুমি যেমন -
অমাবস্যার গহীন অন্ধকারের মধ্যে,
আমিও তেমন বিরহের বেদনাতে ।
তুমি যেমন প্রকৃতি কে দেখার জন্য করছো -
অপেক্ষা ।
আমিও তেমন আমার মনের মানুষ কে -
তোমার মধ্যে দেখতে করছি তোমার ,
অপেক্ষা ।
চাঁদ তুমি তো জানো
আমার মনের প্রিয় কতো সুন্দর ।
তুমি কী তাকে দেখতে পাও ?
যেদিন তাকে প্রথম দেখেছিলাম-
হলুদ রঙের ঐ শাড়ির মাঝে ।
তাকে দিয়েছিলাম আমার হৃদয়,
তার মায়াবী মুখে মুগ্ধ হয়ে-
তার কেশের বেশে মহিত হয়ে ।
তার ঠোঁটের কোণে সেই কালো তিল ,
হায় - তার নাকের কোণে সেই ছোট্ট নলক ।
দেখে তার কাজল কালো আঁখি ,
পড়তো না আমার চোখের পলক ।
বসন্তের আগমনে মোর -
মন প্রিয়া হতো আরো সুন্দরী ।
তার খোপাতে থাকতো -
শিমূল পলাশ অধবা রক্ত করবী ।
রোজ বিকালে সেই কৃষ্ণচূড়ার তলে -
করতাম আমি তার অপেক্ষা ।
তার সেই মায়াবী হাঁসিকে -
আমি বড্ড ভালোবাসতাম ।
আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম-
পাগলের মতো তাকে ভালোবাসতাম ।
কিন্তু আমি বলতে সাহস পায়নি ।
আর মোর মন প্রিয়া(প্রিয়) -
বুঝেও বুঝতে চায়নি ।
বন্ধুরা বলতো ভাই দেবাশিস-
করিস না এতো আশ -
এ তোর এক তরফা ভালোবাসা ,
শেষ পরিণতি তোকে না করে দেয় দেবদাস ।
সে সময় শুনি নাই তাদের কথা ,
চারিদিকে তখন মন প্রিয়ার সুর কথা ।
আজ আমি অমাবস্যার এই রাতে ,
পূর্ণিমার সেই মনের সখী চাঁদনি কে খুঁজে-
করছি অপেক্ষা ।
পাইনা আঃ আঃ আমি পাইনা তার দেখা ।
অমাবস্যার এই নিষ্ঠুর অন্ধকার ।
নিয়েছে সব কেড়ে ।
বিরহের বিষাদে আমাকে -
দিয়েছে সে একা ছেড়ে ।
ও চাঁদ ঐ গহীন কালো গগণের
ভয়ঙ্কর অন্ধকার থেকে তুমি যদি -
মোর মন প্রিয় কে দেখতে পাও ।
তবে তাকে বলে দিও -
আমি তাকে অনেক ভালোবেসেছিলাম ।
কিন্তু চাঁদ তুমি জানো ?
আজ মনের সেই প্রাণ প্রিয় -
আমাকে চিনেও না চেনার ভান করছে ।
আমার হৃদয় তখন ফেটে যায় ।
তখন মাটি থেকে যেনো সরে যায় আমার পা
ও চাঁদ তুমি যদি তাকে দেখতে পাও -
তবে তাকে বলে দিও ,
তার পথ প্রানে চেয়ে-
আমি আজীবন করবো তার -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন