দুটি মন

   ✍️ সুবর্ণা

জোছন ভরা স্নিগ্ধ সন্ধ্যায় 
উন্মুক্ত আকাশের নীচে 
বসবো আবার লক্ষ তারার মাঝে, 
শুনবো তোমার এক সমুদ্র অভিমান। 
আমি শুনাবো আস্ত একটা কবিতা। 

দু‌‌‌‌‌‌‌‌‌টি মন হারাবে নীল সাগরের নোনাজলে। 
বিরহের সমাধানে আবার হারিয়ে যাবো
ঐ নীল  সমুদ্দুরের বুকে। 

তোমার সাথে পা মিলিয়ে 
হেঁটে যাবো পলাশ রাঙানো মেঠো পথে, 
হাতে ধরা ফুল টা গেঁথে দেবো তোমার কবরীতে।
তুমি আলতো করে ছুঁয়ে দেখবে 
স্বভাবসুলভ হাসিতে। 

সকল অনুযোগের সমাপ্তি ঘটবে
সহজেই.....
পূর্ণিমার চাঁদের আলোয়। 

গা ভাসিয়ে হারিয়ে যাবো 
লাগামহীন জোয়ারে, 
পুনর্জন্ম হবে হৃদয়প্রাপ্তির,

আহরণ করি তবে অপার্থিব সৌন্দর্য, 
নবজীবনের সুখবর ছড়ায়ে
হউক বেহিসাবী ভালোবাসার সুখময় সৃষ্টি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন